একটা একটা করে দশকের পর দশক বিদায় নেয়
স্বপ্নগুলো আজো পিছু ছাড়েনি, আগামীর পথ চেয়ে
লড়াই, ঠান্ডা লড়াই, মিছিলে স্লোগানে দিন গেল
শ্রেনী সংগ্রাম, ইতিহাস বিভাজন, সংকটের কাল
সব পেরিয়ে নূতন আলো নাকি পৌঁছাবে ঘরে ঘরে
এ কথাই তো বলা হয়েছিল মানুষকে, বারে বারে।।


দায় কার জানানেই, রূড় বাস্তব বলে অন্য কথা
মানুষ গুলো আজো বঞ্চনার হাটে, সঙ্গী অধীনতা
কার শোকে কে দেবে সান্তনা, কেউ জানেনা
মীনের খাবার পানিতে ভেসে যায় দূরে, বহুদূরে
আলোর মালায় সাজানো চিরশান্তির ময়দান
অন্ধকার এখানে চিরস্থায়ী, বিরাজমান কুঁড়ে ঘরে।।

সার্বজনীন শিক্ষা, পেটভরা সাধারন খাবার
মুক্ত মনে, দিব্য ঊষালোকে মাথা উঁচু করে বাঁচা
অকারন ভাবনা গুলো দিব্যি গা এলিয়ে ঘুরে বেড়ায়
অস্ফুট আক্রোশে প্রতিটি ধমনী কেন যে উষ্ণতর হয়
প্রসাধনী উন্নয়নের ভারে সত্যি গুলো তলিয়ে যায়
বেশিতো ছিলনা চাওয়া, ছিল প্রকৃত স্বাধীনতা পাওয়া।।