ইচ্ছেগুলো পোষ মানেনা, জেনেও মরলে হবে মাটি
পাখীপড়া বোঝাই যত, চোখ বুজে সে হাসে মিটি মিটি
এক জীবনেই দেখলাম কত আসা যাওয়ার খেলা
সুখের সাথে বসত করেও কেন বাড়ে মনের জ্বালা
এক জোয়ারে কুল ছাপিয়ে যে নদী ভাঙে মাটির বাঁধ
ভাটির টানে হয় সে নিঃস্ব, অলখে হাসেন অদৃষ্টনাথ।।  


যোগের পরেই কেন আসে বিয়োগ, ভাবতে বসে মন
কেন শূন্যগুলোই এগিয়ে আসে যেন কালো মেঘের বরন
নিরুদ্দেশের নীল আকাশে,  ঠিক কোন ঠিকানায় ঘর
মিলিয়ে দেখে ইচ্ছেগুলো, কে হল আপন জন, কেবা হল পর।।