অনেকটা ঊজিয়ে কথা গুলো ভেসে উঠলেও
বলবো বলবো করেও বলা হলনা,
ইচ্ছা গুলো পুষে রেখে রেখে শুকিয়ে গেল
নূতন পাতায় ভরল না
জীবন কে খুঁজতে খুঁজতে পথ শেষ হলেও
কোথাও সে দেখা দিলনা
খরস্রোতা নদী টাও যেন কখন থেমে গেল
তার পাড় ভাঙার শব্দ হলনা
ঘুমের ঘোরেও যে শুনতে পায় , না না না
তার না এর ভিতটা বেশ মজবুত
দু ফোটা পানি তে কি ভিজবে !
তবুও পারলে ওটুকুই দিও
অনেক খুশী নিয়ে ফিরে যাবো
আর আসব না, আসব না ।।