সময়ের ঘুর্নিতে ঊষ্ণতা হারায় সম্পর্ক
লোভের সকাল, শুষেনেয় সব আলো
পরিণতি হীন ঈর্ষাগুলো ভেসে বেড়ায়
অবিরাম বয়ে চলা অস্থির ভাবনায়।।


ঊষ্ণতা হারানো অভিমান দানা বাঁধে
প্রতিদিন জমতে থাকে জীবনের খাদে  
লালিত স্বপ্ন গুলো ঘুমিয়ে পড়ে কালে
আবদ্ধ করে নিজেকে, অদৃশ্য মোহজালে।।


দিন যায়, ক্ষীণকায় কণা তারুন্যের তেজে
পড়ে থাকা অপাংতেয় জড়িয়ে বেড়ে ওঠে
রাত নামে, তবুও হাতছানি দেয় ঘাতক
রূপান্তরে ফসিল, ঈর্ষার-তুষার গোলক।।