যুগ যুগান্তের পুঞ্জিত অবহেলায় শক্তির হয়েছে ক্ষয়
সমাজ শরীরে গভীর ক্ষত, তবুও নির্বিকার, সব মাদক ময়  
চেতনার বিলে পূতিগন্ধময় পানি, চোখে প্রাগৈতিহাসিক অন্ধকার
সকাল নেই, আলো নেই, মগজে মরচেধরা ক্ষমতার হাতিয়ার।।


ক্ষমতার অভিধানের বিবর্ণ পাতায় পাতায় ঘুণধরা বিধানের বেড়া
অভিশাপের অনন্তপথ পেরিয়ে এখনো ভাঙেনি ঘুম! অন্তর দেয়নি সাড়া !  
সময়ের ধংসস্তূপের আড়ালে, মননে মাথা তুলছে আগাছার জঙ্গল
সৃষ্টির অনন্য সুন্দর সাম্যে মলিনতার ছোপ, কার হয়েছে মঙ্গল !!


তাকিয়ে দেখ, হিমালয় সমান উচ্চতায় ধুমায়িত অগ্রকুলের রেখে যাওয়া পাপ  
প্রতিনিয়ত অনুভব করছ নাকি ! অবহেলিত সে শক্তির অসীম উত্তাপ
কুর্নিশ জানাও তাকে, যে তোমাকেও শক্তি দেবে, সস্মমানে দাও আসন
সৃষ্টির কাননে আসুক নূতন কুঁড়ি, মুক্ত বাতাসে হোক সামাজিক শাপমোচন ।।