ভাবুক মনের  আঙিনাতে, গদ্য আসে পদ্য ভাসে  
প্রেম–বিরহেই বাঁধা জীবন, জানিনা কে রবে শেষে
কত কথাই লিখিছি ঘোরে, আকাশ জুড়ে আঁকিবুকি
সুখের স্বপন, আশায় যাপন, তিন প্রকোষ্ঠের মতিগতি ।  


এপারে শ্রাবণ নামছে যখন, অন্যপার জ্বলছে খরায়
মন ভুবনের পারে তবু, নূতন আশা সকালবেলায়
কুলে তার নিটোল গভীর পান্নাদ্যুতি শীতল জলরাশি
আলত ছোঁয়ায় তৃষ্ণা মেটায়, অনুরাগের ভেলায় ভাসি।  


রন্ধ্রবিহীন অন্ধকারে মরমী বাতাস, প্রতীক্ষার অতল নীরে  
হৃদয় তটে দোলখেয়ে যায়, অশ্রুভেজা রঙ্গভূমির পিঞ্জরে    
সকাল গেল, বিকাল গেল,   জীবন তরুর মূলে
প্রতীক্ষাতেই কাটছে সময়, আজো কেউ আসেনি ভুলে।


সোনারপুর
২৬.০২.২০১৮