ভাসছে হাওয়ায় প্রতিশ্রুতি;  হাজার স্বপ্নের জালবোনা
শুনছে বেকার, শুনছে গরীব, কষ্ট হলেও প্রতিশ্রুতি মন্দ না  
পেটেতে পাথর বেঁধে খিদে চেপেও মানুষ মুখে কিছু বোলছে না
ভাষণ মাঠের প্রধান শরিক, প্রতিশ্রুতি ছাড়া তেমন কিছুই মিলছে না।  


মোহময়ী প্রতিশ্রুতি, মাঠে ময়দানে তোমার দুরন্ত গতি  
কর্মহীন নিরন্ন মানুষের রোজনামচায় তোমার হয়না ক্ষতি
মুখে মুখে ফেরে কাজের জোয়ার, উন্নয়নের পালে হাওয়ার গতি
কাজ ছেড়ে নিন্দুকে বলেছে বলুক, দুহাত ভরে উড়ছে প্রতিশ্রুতি।


ভোট আসে ভোট যায়, আবীর উড়িয়ে উল্লাসে মাতে প্রতিশ্রুতি
নতুন বেকার নতুন গরীব স্বপ্ন দ্যাখে; এবার মিলবেই স্থিতি
উৎসবে মিছিলে জোয়ারের স্রোত; বাঁধভাঙ্গা স্বপ্নের নতুন প্রভাত
তবু তালা লাগে কারখানায়, মানুষ নিরুপায়, ভাবে কতটা তফাৎ
আগেপিছে ভাবতে আসে আবার ভোট, মাঠে ময়দানে জাগে প্রতিশ্রুতি।


সোনারপুর
৮/৮/২০১৯