শুনতে পাচ্ছ প্রেতযোনি সম্ভূত যথাজাত গণ -  


কৃষকের আত্মার অস্থির পদচারনা, উলুবন ক্ষেতের ভিতর থেকে  
কৃষক রমণীর বিলাপ, তপ্ত কড়াইয়ে শাক সেদ্ধর উদ্গত মেঘে  
বেকার শ্রমিকের পাকযন্ত্রে দলা পাকানো খিদের আর্ত পরিহাস  
লাশকাটা ঘরে পড়ে থাকা লেলানো মানুষ গুলোর শেষ নিঃশ্বাস  
কঠিন সাঁকোর উপর জীবিতের যাত্রার অবিরাম যন্ত্রণার কল্লোল
গণতান্ত্রিক ফসলে হামলা বাজের মুখে অহিংস উদারতার রোল  
কতিপয় সামাজিক ধান্দাবাজের অবিরাম জল ঘোলানোর হুংকার
নারীর আর্তনাদের চেনা উৎস; সার্বজনীন বলাৎকারের শীৎকার !  


শুনতে পাচ্ছ অমিতাচারি দলদাস গণ -  


প্রান্তিক মানুষের মনে আশীর্বাদ হীন স্বাধীনতার মুমুর্ষ আক্ষেপ
দুঃস্বপ্নের রোজনামচায় বলি প্রদত্ত শিশুশ্রমে মুনাফার পদক্ষেপ  
আঁতুর ঘরে অভাগী শিশু কন্যার প্রথম এবং শেষ চিৎকার
শোষকের আস্ফালনে ক্ষত বিক্ষত, চেতনার কঙ্কালের ধিক্কার
নিরবিচ্ছিন্ন মিথ্যার দাবানলে পুড়তে থাকা অধিকারের ক্রন্দন
সুসজ্জিত মুখোসে রিংমাস্টারের অনুতাপ হীন কাব্যিক দর্শন !!


শুনে যাও শঙ্কুকর্ণ -


প্রেতযোনি সম্ভূতা হে মহান গণ, শুনে যাও কান খুলে  
দশ-মহাবিদ্যার ধূমাবতী মাতঙ্গীর রোষ জাগছে কূলে কূলে
ভেসে যাবে সব বৈভব, জটিল কুটিল শক্তির উৎসারিত সুখ
ধুলোয় লুটোবার আগে শেষ বার দেখে নাও গণমানুষের মুখ।  


সোনারপুর
১০.০৬.২০১৯