আমরা সব্বাই প্রগতিশীল, তারচেয়ে বেশী স্বার্থপর
ঈর্ষা লোভ মোহের থাবায় দীর্ণ মন; ছানবিন চরাচর  
স্বার্থের নেশায় লুপ্ত হিতাহিত; মানবতা আসলেই মেকী  
লুটের অধিকার কায়েমে মগ্ন মন, বাকী সব ফাঁকি  
লুটের সম্পদ অর্থে সর্বদাই অহমিকার নিত্য দাপাদাপি
ছুঁড়ে দিই দান-খয়রাত; নতুন শিকারের খোঁজে পথ হাঁটি
লোভ হয় না নিবারিত; সুযোগের অপেক্ষায় হই ধৈর্যশীল
বাতাসে দুর্যোগের সৌরভ পেলেই, উৎফুল্ল মন হয় প্রগতিশীল।


সোনারপুর
০২.০৭.২০২০