বিকল্প নেই শাস্তির, যতই বলি ভালোবাসায় সব হয়
আয়না যদি সামনে থাকে, দেখা যায় অদ্ভুতুড়ে সময়
অমানবিক নয় মন্দের শাস্তি, সামাজিক ক্ষেত্রে দেখায় দিশা  
আলোর অছিলায় সরিয়ে দূরে, পেয়েছি মুক্ত আঁধার নেশা।  


জমিতে নিড়ান কালে,  দৈবাত ধানের চারাও ঘাসের দলে
তবুও নিড়ান দিলে ধানের চারার বৃদ্ধি হয় সর্বকালে
থাকলে প্রাণে শাস্তির ভয় সমাজ জীবনে সুফল মেলে
ব্যাক্তি জীবনও নয় ব্যাতিক্রম, সুন্দর হয় সে ফুলে ফলে।


অবয়ব গুলো একই আছে,  কেন বদলে যাচ্ছে মন
উত্তর কালের বিলাসী পানির বিষে, যন্ত্রনা কাতর বন্ধন
দিন বদলের গরমিলে, হয়ত ভাবছে সমাজ নতুন করে
শৃঙ্খলাতে আপস মানেই, ছাগল পোষ্য শেয়ালের ঘরে।


সোনারপুর
১৭/০৪/২১