নামটি তোমার মিষ্টি ভারি, পাহাড় নিয়েই বাস  
প্রকৃতি তোমায় ছুঁয়ে থাকে শীত গ্রীষ্ম বারোমাস
কর্ণফুলির বাঁধে তোমার রূপের ধারা অসীম; অতল
কিশোরী থেকে যুবতী হলে; কাপ্তাইয়ের জল টলটল।


নানা রঙের নানা নামের পারিযায়ীর মুক্ত মনের অঞ্চল
সকাল থেকে সন্ধ্যা; নিশ্চিন্তে ঘোরা ফেরা, ওরা চঞ্চল
হাঁপিয়ে গেলে; সবুজ ছায়ায় বাসায় এসে জিরিয়ে নেওয়া
মনের সুখে আবার ফেরা, নেই কোথাও বাধা দেওয়া।


জেনেছি;  ছিল যারা পারিযায়ী, এসেছিল অনেক কাল আগে
এখন তারা রাঙামাটির, ঘর বেঁধেছে এইখানেই ভাগে ভাগে
মাথা জাগা পাহাড় গুলোয় সবুজ বনভূমি; আশ্রয় নিরাপদ
মানুষ যাঁরা আছেন সেথায়, করে না ওদের বধ।


ইতিহাসে নাই বা গেলাম, প্রকৃতিই হোক বর্তমানের গল্প
পাহাড় ডুবে দ্বীপের সৃষ্টি, আয়তন তার নয় অল্প
সবুজ ছায়ার কালো জলে বাঁচুক ওরা, আয়ু ওদের স্বল্প  
বাঁচুক সবুজ, বাঁচুক বন্যপ্রাণ, এইটুকু হোক মানুষের সংকল্প।  


সোনারপুর
১৮.০৭.২০১৯