মনে রেখো প্রিয় মানুষেরা বাংলার দুঃসহ দুর্দিনে একটি ছাতার কথা  
কখনো ভুলে যেও না শহীদের ত্যাগের মহিমায় উজ্জ্বল লাল-সবুজে নোয়াতে মাথা  
হয়ত শোননি সেদিনের শয়তান; পাক হানাদারের নির্মম; নির্দয় সশস্ত্র বীভৎস হুঁঙ্কার  
হয়ত দেখনি ২৫ শে মার্চ ১৯৭১এর  অন্ধকারে তোমার পূর্ব পুরুষ শিকার হয়েছিল গনহত্যার  
মনে রেখো বাংলার মাটিতে পানিতে নেই কারো অধিকার,  যা আজন্ম শুধুই তোমার।


মনে রেখো প্রিয় মানুষেরা,  মনে রেখো চিরদিন শত্রু মিত্রের তফাৎ
জেনে রাখো অত্যাচারী, অনাচারী রাজাকার বোঝেনি কখনো শরিয়ত বা জান্নাত    
উদ্যত ক্ষুধিত বন্দুকের নল বোঝেনি নিরস্ত্র মানুষের নিধন যজ্ঞে হৃদয় বিদারী আর্তনাদ
মনে রেখো ওগো প্রিয় মানুষেরা মুক্তির স্বাদ মেলেনি অসম যুদ্ধে,  কাঠারি কুড়ুল কাস্তে হাতে
বিজয় এসেছিল গুলির উত্তরে গুলির জবাবে এনেছিল মুক্তির আলো; আসেনি বাঁশ আর লাঠিতে।  


মনে রেখো প্রিয় ভাই ও বোনেরা,  শত সহস্র দুখিনী মা ও বোনেদের ব্যথা
কখনো ভুলোনা, সেই অভিশপ্ত অতীত রাত্রি গুলোতে তোমার প্রতিবেশী রাজাকার সহযোগিদের কথা
সেনা তাঁবুতে পৈশাচিক উল্লাসে ধর্ষণে;  বেয়নেটে ক্ষত বিক্ষত বাংলার মা বোনেদের কান্নার ইতিহাস
পথে প্রান্তরে বাংলার সবুজ মাঠে অথবা কালো গৃহকোণ জুড়ে শোনা যেত অত্যাচারিত মানুষের দীর্ঘশ্বাস  
পাক হানাদার স্বেচ্ছায় ছাড়েনি অধিকার, মুক্তি যুদ্ধে লাখো শহীদের আত্মাই করেছে দান সবুজ বাতাস।


মনে রেখ প্রিয় মানুষেরা, অত্যাচারীর কাছে ধর্ম নেহাতই একটা মুখোশ, ছল
পৃথিবীর কোণে কোণে আজো নির্যাতিত মানুষ কাঁদছে, দারিদ্রতা, অশিক্ষায় ক্ষয় হতে হতে চাইছে জল
বাঁচিয়ে রেখো অনেক স্বপ্নের বিজয়ের স্বাদ; এগিয়ে চলো;  লক্ষ হোক মানুষে মানুষে সাম্যের অধিকার  
যেন চক্রান্তের প্রবাহে ভেসে না যায় লাল সবুজের দীপ্তি, নতুন ভাবনায় অঙ্গীকারে জাগুক ১৬ই ডিসেম্বর
হাজার শতাব্দী জুড়ে গাঁথা হোক মালা ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর, ১৬ই ডিসেম্বর।  


সোনারপুর।
১৬/১২/২০২০  


বিঃদ্রঃ - বাংলাদেশের ৫০ তম বিজয় দিবস উপলক্ষে বাঙালীর প্রাণের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ।