পাতায় পাতায় রঙের বাহার
বাতাসে প্রথম প্রেমের ডাক
ঘরেতে কী মন থাকে বাঁধা  
রঙে রঙে  উদাস হয়ে যাক  
শালের ডালে হাসির ছোঁয়া
মহুয়া ছড়ায় মদির মায়া  
শিমুলের লাল আকাশ জুড়ে
নিমের ফুলে ভ্রমর ওড়ে
জীবনে জাগে রঙের ছোঁয়া  
খুশীতে মন দিল দরিয়া।  


ছোট্ট সে এক চঞ্চল মৌটুসি  
দেখ রঙের ঘোরে সেও খুশি  
উড়ে উড়ে বোলছে ভালোবাসি  
এস বিষাদ ভুলে একটু হাসি  
ভালো লাগার স্রোতের টানে  
দুঃখের কথা থাক গোপনে
জানি নাতো কালকে কী হবে
রঙে রঙে ভরবে কী আবার।


সোনারপুর
০৪.০১.২০২০