মানব হিতেই আইন কানুন, এ কথা নয় মিথ্যা    
মানব কল্যাণে সকল দেশেই আছে এমন ব্যবস্থা
দেশের মানুষ সব বোঝে  জানে, এমনটা ঠিক নয়
শিক্ষা যেখানে মূল ঘাটতি, আইনে কি সব হয় !


পুরনো আইন সংশোধন হয়ে, নতুন ভাবনা আসে  
প্রান্তে পোঁছায় না সুফলের ভাগ, মানুষ বাঁচে ত্রাসে
আইন আছে, রক্ষক আছে, নেই সদিচ্ছার ব্যবহার
গয়ং-গচ্ছ মনোভাব চিরকালের, গতি পায় অত্যাচার।


বিজ্ঞপ্তি দিয়েই দায় মুক্ত, ধরে নেওয়া মানছে সবাই  
উৎসবে প্রাণ ওষ্ঠাগত, খোশ মেজাজে সব জগাই
শব্দ দানব মৃত্যু দুত, দূষণ ভাবনা অগাধ জলে
আনন্দ বেশ যুতসই হয়, সুরায় মজে মত্ত হলে।


রাজনীতির উদারতায় পাখনা গজায় মনে প্রাণে, জলে স্থলে
শান্তির বাণী চিরকালের দুয়োরাণী, কেঁদে কেটেই রাস্তা চলে
পরিবেশ রক্ষার ছাড়পত্র যথাযথ, গুরু অপরাধেও নেই ফাইন
উৎসব আসে উৎসব যায়, মানব কল্যাণেই নাকি নতুন আইন !  


সোনারপুর
৩১/১০/২০১৯