পদ্মগন্ধ মাখা সরসী জলে ঢেউ দিয়ে আনমনে  
শিশির জড়ানো পাতায় প্রেমের কবিতা লিখে গেলে
হেমন্ত নিশিথে চুপিচুপি এলে জোছনা আড়াল নিয়ে
তুমি কি সেই রূপসী, বাতাস বলেছিল নাম গোপনে।  


কত রাত গেছে কেটে অধরা মাধুরীর আশে
কত ছায়াপথ পাড়ি দিয়ে খুঁজেছি তারে ভালোবেসে  
ধ্রুবকের নীলে ক্লান্তি রেখে, অচেনারে জানতে চেয়েছি
সাগরের বুকে চিঠি লিখে তাই, তরঙ্গকে বলে এসেছি।      

আজ পূর্ণ হলাম, সরসীতে বিম্বিত রুপ দেখে
জীবনের পাতায় পাতায় খুশির মসিতে লিখে নিলাম
শ্রেয়সীর নাম; নতুন সকালের আলোকে স্বাক্ষী রেখে
এ শুধু আমারি থাক, মনের যমুনায় গোপনে।


সোনারপুর
১৪.০৮.২০১৯