সাগর থেকে ভেসে আসা জল কণা
বুকের মধ্যে তুফান তুলে বৃষ্টি নামায়
সমস্ত শরীর বৃষ্টির শীৎকারে কুঁকড়ে যায়
তবুও রেখে দেওয়া বীজে অংকুর হল না
দুটি পাতা হল না, কান্ড হল না, ফুল ফুটল না
শিকড় জানল না সেই বৃষ্টির সংরক্ষিত ইতিবৃত
আসা যাওয়ার পথ পরে উদাস বাতাস সাথে
দেখা হল, কথা হল, তবুও সখ্যতা হল না ।।


বছর থেকে দশক, দশকের গুনিতকে আরো
সময় গেল খেয়ালের খেলা ঘরে,  অবুঝ ইচ্ছেরা
বৃষ্টির দাগ খুঁজে  খুঁজে ন্যুব্জ, লোলচর্ম আশা
প্রদীপ  তুলে  মেঘ খোঁজে,  যদি দেখা মেলে তার
যদি বৃষ্টি আসে আবার, পাঁজর পোড়া চঞ্চল উষ্ণতা  
দেবেই,  যদি  শুভ্র অংকুর হয় ভালোবাসার ।।


১৫.০৭.২০১৭
সোনারপুর