বর্ণ বাদের গোঁসাই পড়েছে মহাফেরে, জাত আগে, না প্রাণের মায়া !
প্রাণ বাঁচানো দায় রক্ত বিনা, তবুও জড়িয়ে আছে জাতের ছায়া
পরিচিত রাস্তায় কোনার বাড়ি, সামনে লাল রকে কয়েকজন বসে
ডাক্তারের দেওয়া ঠিকানায় পা বাড়াতেই, কোন গ্রুপ ! কানে আসে  
ভিতরে স্লিপ দেখাতেই; বারো-শো দিন, কাউকে ডাকে বাইরে এসে
তোয়ালে জড়ানো কাঁচের বোতল তখনো গরম, স্কুটারে ছুট ঊর্ধ্বশ্বাসে।  
মনে মনে ভীষণ দ্বন্দ্ব,  তবুও হাতে গরম তরলে এই যাত্রায় বাঁচল প্রাণ  
সুস্থ হয়ে অনেক ভেবে শেষে বুঝেছে, এই দান, অনেক বড় সমাধান।  


সোনারপুর
১০/১১/২০২০