চলেছে দৌড় কেলো ভুলোর, ঘুম ছুটেছে দিনে রাতে  
সেরার সেরা হতেই হবে ছাই দিয়ে গণতন্ত্রের পাতে
খানাখন্দ, গলির গলি তস্য গলি, কিছুই যায়না বাদ
ভক্ত দাঁড়িয়ে অভাগার দুয়ারে বুকেতে জুড়ে হাত  
ছেঁদো কথায় ভুলিয়ে আবার, হাজার মিথ্যার প্রতিশ্রুতি        
অভাগা বোঝেনা কোনটা সত্যি , হাতড়ে বেড়ায় পুরনো স্মৃতি  
গণতন্ত্রে ভালো থাকা,  শয়তান ছাড়া বোঝে না কেউ  
খোলা ময়দানে চোর বাটপাড়, পিছনে লেজ তুলে চলে ফেউ
দাদন মেলে কারো কারো, আশীর্বাদের আগাম শুভেচ্ছা বিনিময়  
ফেউ ডেকে বলে যায়, অর্থটা তার, শোন ভুল নয়, ভুল নয় ।  


মন্দনয়, সেবার সুযোগ পেলে একবার, ঘুরবেই জীবনের চাকা
কেলোর পরে জুড়বে বাবু, নসিব কি থাকবে পাথর ঢাকা !
হুটার গরিমায় না উড়ালে ধুলো, থাকবেনা সেরা সেবকের সম্মান  
ভুল হোক, স্বীকার করোনা, কেউ রাখেনা মনে কতটুকু ব্যবধান    
আসবে খেতাব প্রতাপে চড়ে, সাধ্য কার, ভুল ধরে সেবক সেবিকার
ভুল করে ভীরু জনগণ, করাটাই নিয়ম, প্রমাণ হয়েছে হাজার বার
ধর্মের ধ্বজা, ভাগ করে রাখা, অনশন, আন্দোলন, লুট তরাজ
যখন যেটাতে সুবিধা লাগিয়ে দাও, তোমাতেই আস্থা রাখবে সমাজ
মোটা পাতলা হুঁকো হ্যাংলা, ওসব কিছু নয়, হাল ছেড়না ক্ষমতার  
শিকড় চালাও আরো গভীরে, বিত্তে আনুগত্যে সুরক্ষিত কর নিজ পরিবার  
ভুল্লে হবেনা,  চেতনার বাতি নিভিয়ে রাখাটাই সেবার মহান কর্ম
চেতনা জাগলে ধনে প্রাণে উৎখাত হবে, ভেসেযাবে সেবকের ধর্ম ।

১৮.০৩.২০১৯
সোনারপুর।