এই শীতে ভরা দুপুরে মন বলে আহারে
পাকা কুলে কিযে মজা কই তা কাহারে  
দেখলেই জিভে জল, পেতে তারে কত ছল  
গাছের নিচেই কাটে সময়, নয় সে খেলারে
কার ঢিলে কটা ঝরে সে হিসাব নাইরে
পকেট উপচে পড়ে, দুই হাতে চেপে ধরে  
যুদ্ধ জয়ের হাসি,  কুল নিয়ে ফিরি ঘরে
কার গাছ খায় কে, সে হিসাব হবে পরে।


খেঁজুরের রস, নলি বেয়ে টপ টপ ঝরে
পাট কাঠি সহযোগী, কসরতে নেমে আসে উদরে  
ঝাঁঝ ওঠা স্বাদ তার , তবুও যায়না বাদ    
পূর্ণ হয়না কিশোর বেলা, না মিটলে সাধ।  


সোনারপুর
১২.০১.২০১৯