প্রতি মোড়েই লালের বাতি  
রাস্তা খুঁজি আতিপাতি    
সময় গেল গুটি গুটি,
তবু সিগনাল কেন সবুজ হলনা
ডানে বামে এল গেল, ভাগফল শূন্য হল
হরি হে দিনের বন্ধু, বল হিসাব কেন মেলেনা  
গলায় পরে নামের মালা, জীবন হল গামছাওলা
কখন কোথায় কি যে করে, বুঝিনা তার মতিগতি।।


পাড়ায় পাড়ায় ফেরি ওয়ালা, হাঁক দিয়ে যায় সন্ধ্যা বেলা      
শুনেছি সময় মত ফেরেও তারা,  পথে ওদের সিগনাল পড়েনা    
দাঁড়িয়ে আছি জেনে বুঝে, নিয়ম মেনে দুদিক দেখে
তবু সিগনাল কেন সবুজ হলনা।।  


২৩.০৯.১৭  
সোনারপুর।