তোরা শিকল ছিঁড়ে ফ্যাল
নামে বেনামে নেশার ঘোরে হয়েছিস মাতাল
ওরা নামাবলী গায়ে দিয়ে আসল ঢাকে নানা ছলে  
বাতাস পেলেই মহিমা সব; জ্যান্ত হয় অসুর বলে
ব্যবসা করে মানুষ নিয়ে, পড়লে ফেরে বলে কপাল
তোরা শিকল ছিঁড়ে ফ্যাল।


ওরা যেমন খুশি তেমন নাচায়, মুখে আশার বুলি
রক্ষী ঘেরা ঘরে বসে, সব্বাই ভরে নিজের ঝুলি
ভুখা পেটের আমজনতা; ওদের চিরকালের পুঁজি
চায়না ওরা গরিবি যাক, নেয় গরিবিতে সুখ খুঁজি।


নতুন সাজে পুরনো কথা, ফেরেনা গরীবের হাল
বছর আসে বছর যায়, নতুন গরীবের জন্ম হয়
করের টাকা উৎসব মুখর, জীবন জ্যোতি ভাষণ ময়
নাম বদলের সুড়সুড়িতে নতুন আর এক গ্যঁড়াকল।
তোরা শিকল ছিঁড়ে ফ্যাল ।


সোনারপুর
২৮.০৭.২০১৯