নিজ ভুলের দায় কাকে চাপানো যায় খোঁজে নির্বোধ
পিছনের পাতা ওল্টাতে বা আয়নায় দাঁড়াতে বড্ড ভয়
সম গোত্রের সন্ধানে ব্যস্ত যদি মেলে বন্ধু অতি সুবোধ  
নিজ ভুলের দায় কাকে চাপানো যায় খোঁজে নির্বোধ।
খুঁচিয়ে বাতাস দিলেও জাগে না চেতনার আগুনে বোধ
অবাস্তব ভাবনায় বিমর্ষ, মানে না সংশোধন লজ্জার নয়  
নিজ ভুলের দায় কাকে চাপানো যায় খোঁজে নির্বোধ
পিছনের পাতা ওল্টাতে বা আয়নায় দাঁড়াতে বড্ড ভয়।  


সোনারপুর
০৭/১০/২০২২