আকাশ বোলতে রোদসী মনের গোপন কথা বুঝি  
বলতে না পারা ভাবনা গুলোর নিভৃত নিলয় খুঁজি
ভেসে থাকা মেঘ দুহাতে সরিয়ে উঁকি দিয়ে দেখি  
নীল স্বপ্নের চাদর জড়িয়ে এখনি তুমি এলে বুঝি  
বলতে না পারা ভাবনা গুলোর নিভৃত নিলয় খুঁজি।


কত দিন গিয়েছে চলে বেদনার গানে হিসেব নেই তার
কখনো বা হয়েছে মনে হাসি ছাড়া জীবনের এত ভার
গিয়েছি ছুটে নদীর কাছে আঁচলা পেতে হাসি নিতে ধার
দিয়েছে সে দুহাত ভরে আবির ছড়ানো রঙে উপহার।  


মিটি মিটি জ্বলা নষ্ট তারার ভিড়ে খুঁজেছি আলোর জোতি
কেমন করে চাতক স্ফটিক জলের আশায় থেকেছে নিরবধি    
মেঘের চাদরে ঢাকা জ্যোৎস্নায় মিলিয়ে নিয়েছি মনের গতি  
স্বপ্নের জাল বিছানো আকাশে দেখেছি আশাদের পরিণতি
সমাধান পাইনি খুঁজে, উত্তর নেই বলল বাতাস চুপিচুপি।


সোনারপুর
৮/১২/২০২২