সত্যেরা মিতবাক, মিথ্যের জয়ঢাক
বাজতেই থাকে; জীবন ওষ্ঠাগত, নেই কোন রাখঢাক
করজোড়ে দোরে দোরে মিথ্যায় ছক্কা মারে  
শয়তান; সময়ে দরদী সেজে হেঁসেলে ঢুকে পড়ে
মিথ্যের মোক্ষম টোপে বঁড়শিতে গেঁথে ফেলে
সাফল্যের বাজনা বাজায় ঝিন চ্যাক, ঝিন চ্যাক।


রক্তচোষা বিষহুলে ঝকঝকে হাসি, বেখেয়াল হয় মন
মধ্যবিত্ত স্বপ্ন দেখে, স্বপ্নেই খুঁজে পায় অমূল্য রতন
সব দায় নিয়ে কাঁধে বিশ্বাসী হতে চায় সমাজে
হালেতে না পেয়ে পানি; টানে ঘানি গরজে
কাঁচা পাকা দাড়িতে মাঠের বাইরে থেকে
বেলা শেষে জীর্ণ, আফসোস যায় রেখে  
আনমনে বলে চলে, সব মিথ্যে সব মিথ্যে ।  


সোনারপুর
২৯/০৪/২০১৯