বন্ধু, সবুজ এখন আমার সামনে
তোমার দিক টা লাল
চোখটা ফেরাও, একটু দেখ, নিয়ম রেখো মনে
খেয়াল রেখো, দূরে বসে, হাসছে মহাকাল।।


চলতে চলতে পৌঁছে যাব, আমরা সবাই
বাঁকে বাঁকে, ঘুরে ঘুরে, পথ যে আছে মাপা
শুধু মনে রাখা,  আরো একটু ভাবা
চলার পথে, পথের নিয়ম মানতে হবেই।।


চলার পথে, মনটা রেখো নিজের কাছে
আনমনা হওয়ায়, নেই তো মানা  
অনেক, অনেক, অনেক সময় পাবে
নিরাপদ হবে, যাত্রা তোমার, থাকলে এইটুকু জানা।।  


কথা হবে, হাসি হবে, আসবে মধু রাতি
যদি ধার নিয়ে নাও, একটু সময়
বন্ধু, সত্যি বলো, হবে কি অনেক ক্ষতি
ভেবে দেখ, থাকল সবাই, শুধু তুমি নয়।।  


এস চেতনা বাড়াই, নিয়ম মানার, পথে পথে,  
সচেতন করি, আরো যারা আছে চারপাশে  
আরতো কিছুই নেই দামী,  জীবনের থেকে
অর্থ, প্রেম, ব্যস্ততা, কেবলি আসবে-যাবে।।


এস, কিছু করে দেখাই, পথের নিয়ম মানি সবাই
এস বলি জনে জনে, শৃঙ্খলা মানো - সবার আগে
থাকলে তুমি, থাকবে সবাই, হাসি মুখে
সামলে চলো, আগে দেখ, যাত্রা নিরাপদ হবেই  ।।


[কবিতা টি  ২৩শে জানুয়ারী ২০১৬ তে পথ নিরাপত্তা ও মাদক সচেতনতা বিষয়ে পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতি, বর্ধমান  জেলা পুলিশ, বীরভূম জেলা পুলিশ এবং কবিতা ক্লাবের পক্ষে শ্রী সুরোজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে U TERN পত্রিকায় প্রকাশিত]