বন্ধুগন, কুৎসায় কান দেবেন না, ষড়যন্ত্র চলছে, গভীর ষড়যন্ত্র
দেশের খেয়ে পরে কিছু লেখাপড়া জানা লোক বিভ্রান্তি ছড়াচ্ছে
সুজলা সুফলা আমাদের দেশে নাকি জলের অভাব !  মুর্খের দল
কিছুই জানেনা, দু কলম লিখে পড়ে কাঁড়ি কাঁড়ি মাইনে নিচ্ছে
চক্রান্ত হচ্ছে, মানুষের উন্নয়ন আটকাতে এই সব প্রচার হচ্ছে  
বিরোধীদের বিশ্বাস নয়, ভগবানে ভরসা রাখুন, হিসেব মিলে যাবে  
আমি ভড়ং জেলার অধিপতি বলছি, আপনাদের সব কষ্ট আমাকে দিন  
বাড়িতে বাড়িতে দুটি করে নলকূপ বসিয়ে দেব, জলের বন্যা বইয়ে দেব    
আমাদের দেশ ভগবানের, যারা বিশ্বাস করেনা জলের অভাব হবে তাদের  
ঈশ্বরের নামে শপথ করে বলছি, জলপতি ইন্দ্রের মন্দির বানিয়ে দেব।


আপনারা জানেন,  ভুত বাগান পরিষ্কার করে জনপদ বসিয়েছি
পেত্নী ডিহি এখন শহর। আরো করতে হবে, ঐ সুর্য ডোবা মাঠ
পাতাল পুরীর দিঘী, কাকের জঙ্গল, কুমীরের খাল, সব শহর হবে  
আপনাদের কোন অভাব রাখবোনা, ঘরে ঘরে আনন্দের জোয়ার আনব
গুজবে কান দেবেন না, ঈশ্বরের দান শুকিয়ে যাবে ! আমাতে বিশ্বাস রাখুন
এই টিকির দিব্যি দিয়ে বলছি, আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব।


এক জনসভায় দোর্ডন্ড প্রতাপ নেতার উক্তি,
যিনি সব বোঝেন, টাকা, মাটি, সম্পত্তি, বিলাস, রাজনীতি, বিজ্ঞান বোঝেন
কিনা জানা যায়নি। সাধারন মানুষ ভরসা করে, সরকারী দান, অনুদানের
কিছুটা হলেও নেতার বদান্যতায় মেলে।


বিজ্ঞানী কুল ভেবে আকুল, কি হতে পারে আগামীতে, কি ভাবে বাঁচবে জীবন,
জলের জন্য সারা বিশ্ব ধুঁকতে থাকবে ! বাড়ি, ঘর, অট্টালিকা সব সেঁধিয়ে যাবে  
মাটির নিচে ! ইতিহাসের পুনরাবৃত্তি !  নাকি বাঁচানো যাবে এই সভ্যতাকে,
জলের সঞ্চয় বাড়িয়ে, পরিমিত ব্যবহারে ।
  


সোনারপুর
০৯.০৭.২০১৯