চলতে চলতে শেখার মূল্য খানিক বেশীই হয়
ঠেকে শেখার নেই তুলনা, সারা জীবন রয়
জ্ঞান অর্জনের রাস্তা অনেক কতটুকু তার চাই
শেখালে কেউ, আড়ালে বলি জ্ঞানপাপী ভাই
স্কুল কলেজ সমাজ জীবন; সবই শিক্ষার ক্ষেত্র
তবুও জেনে বুঝেই এড়িয়ে চলি বন্ধ করে নেত্র
নীরব শিক্ষক প্রকৃতি, নেই অনুভব তার প্রতি  
কর্ম দোষেই আনছি ডেকে জগত জোড়া ক্ষতি ।


এই পৃথিবী শুধু মানুষের নয়, আরো নানা প্রাণের
নানা ভাবে যুক্ত তারাও প্রতিদিন;  মানুষের যাপনের
অন্ধ মনের অহংকারে ভালোবাসার চিহ্ন গুলো লুপ্ত
যেমন পাথরের ফাঁকে ঘাস জন্মায়, তেমন মৃত্যুও সুপ্ত
জ্বর কোন অসুখ নয়, আভাস মাত্র; ভয়ঙ্কর কোন দুর্যোগ
সময় থাকতে না বুঝলে, পাবে না মানুষ যাপনের সুযোগ।  

সোনারপুর
০৪.০৬.২০২০