অ-সুখে তার ছন্দ জাগে, কাব্য কথায় রঙের বাহার
বিরহে সাজিয়ে ডালা থাকে সুখে, মুখ করেনা ভার
পাহাড় সাগর ঝর্না ধারায়, সুখ যেখানে আছে অপার
ওড়ায় আঁচল, নৃত্যে মাতে, তবু দাগ কাটেনা ছন্দ তার
সুখের মাঝেও দেখি তাকে, বিরহ-সুন্দর ভূষণে সে সজ্জিতা
ছোটায় ঘোড়া দিল জমিনের মুক্ত সীমায়, প্রেয়সী সে কবিতা।


সোনারপুর
৪/০৭/২০১৮