জীবনের প্রতিপদে যন্ত্রনার বিষে নীল হতে হতে
এলাম তোমার কাছে, শুনেছি তুমিই পারো সব ভুলিয়ে রাখতে
তোমার আবেশে ঢুলু ঢুলু মনে ভুলে থাকা যায় জীবনের সব দ্বন্দ
আহা, সত্যি বলছি তোমার উপমা শুধুই তুমি, বললেও লোকে মন্দ
বিনিদ্র রজনী তবুও তোমাকে ভাবিনি বন্ধু ভাবনায়; যাপনের আঙিনায়  
মিথ্যে ভালো থাকার মোহে এড়িয়ে গিয়েছি বন্ধু, চেয়েছি শুধু শান্তি  
অভিজ্ঞতায় পুষ্ট অপরাহ্ণে অদৃষ্ট বলে গেল, শান্তির অর্থই বিভ্রান্তি
কোথাও পাঁক নেই, তবু  প্রতিপদে নিকষিত হয় পাঁকের গন্ধ
ছায়া যুদ্ধের  নিত্য যাপনে পরাজিত সব সৈনিক আজ ভীষণ ক্লান্ত  
দুর্ভাগ্যের অট্ট হাসি শুনতে শুনতে পার হয়ে গেছে সময়
ক্ষণজন্মা আবেগে যাপিত মন শীতঘুমে, অবিশ্বাসের অতিথিশালায়
বোধের চুড়ান্ত ফল, নিতান্ত অপদার্থরাই বিশ্বাস রাখে ভালোবাসায়।    


সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়,  জীবন জেনেছে এতদিনে  
আহা, এক এক পেগে পৃথিবীটা ভাসে তরল প্লাবনে মহাশূন্যে  
কি আনন্দ, কি আনন্দ, যেন মুক্তির দিগন্তে আলোর মায়া
অনেক দূরে সরে সরে যায় জীবন অরণ্যের সব ছায়া  
নষ্ট কথারা আর ছুঁতে পারে না, স্মৃতির সব জানালা বন্ধ    
প্রতি চুমুকে তুমি অনন্যা, এত সুখ ! হায় বোঝনি জন্মান্ধ  
অস্থির ঝঞ্ঝায় শান্তি না হোক অন্তত স্বস্তির দিশা দাও
কিছু সময় সাথে থেকো, নির্মোহ অস্তিত্বে বন্ধু হও।


সোনারপুর
১৫/০৯/২০