মন, মুখে বলিস রাধে রাধে
বাঁচিস নাকি নামের সুখে  
তিলক কেটে সকাল সাঁঝে
হিসাব করিস মনের মাঝে।।


মন, চাওয়া পাওয়ার নেইরে কুল
সুখের আদি অন্ত সবই ভুল
সেই ভুলের পিছেই করলি ধাওয়া
ছেড়ে ছুড়ে নামের বাওয়া
পথ হারালি কুলের খোঁজে
এ কুল ও কুল দুকুল মাঝে ।।


চাওয়া পাওয়ার লম্বা ছায়া
জগত জুড়েই রঙের মায়া
পারবি কি তুই নিতে খূঁজে
কোন রঙ তোর লাগবে কাজে
হিসাব ভুলে নিলে স্মরণ সকল বোধে
মন পাঠনি বাইবে তরী, অন্তরে যার রাধে রাধে।।


সোনারপুর
২৬.৮.২০১৭