বৃষ্টি এল বৃষ্টি এল ঝড়ের পাখায় চড়ে
দহন জ্বালার স্বস্তি হলো শীতল নাওয়ে চড়ে
হয়ত আকাশ শুনেছে ভাই সকল মনের কথা  
মেঘ পাঠিয়ে করল রহম দুঃখী মনের ব্যথা
খোকা খুকুর ফুটল হাসি সব বড়দের সাথে
কাঁদবেনা আজ গলা ছেড়ে থাকবে ভালো রাতে
ছোট্ট ওরা বোঝেনা সব কষ্ট হলেই কাঁদে
কেন দূষন কি প্রতিকার ওদের জানার নয়
খুশি হলেই হাসতে থাকে বিশ্ব করে জয়
বড়রাও হল খুশি,  আজ ঘুমোতে নেই ভয়।  


গাছেরা সব পেল প্রাণ হাসি পাতায় পাতায়
স্বস্তি এল সকল প্রাণে খুশীর বৃষ্টি ধারায়।    


সোনারপুর
১৪.০৬.২০১৯