দুঃখ সুখের ভাবনা গুলো মিছেই মনকে টানে
কেউই তেমন হয়না আপন, হৃদয় সেটা জানে
দেখলাম জীবন পাতায় পাতায়, সুখের হাসির আড়ালে  
ফুটো নৌকার জল নিকাশেই, গেল সময় বিফলে।


বুঝেছি ভালোবাসা কথার কথা, নয়গো তেমন দামি
দুঃখের কথায় আহা বলে,  আর কোরনা ঋণী
ভরা জোয়ার দেখে যে মন, এসেছিল সুজানে
সে সব এখন অনেক দূরের, ভাসছি ভাটির টানে।    


ভালোবাসে আবছা আলো, পানপাত্রে তরল সুখের স্রোত    
এতেই এখন জীবন খুঁজে,  বেশ আছি নির্বিরোধ
মনের খেয়া ছেঁড়া পালে, আর কতদূর যাবে
কেউ কি জানো ঠিকানাটা, একটু বলে দেবে ।


সোনারপুর
২৭.০২.২০১৮