শিক্ষা নেই, ভাবনা নেই, সমাজ জুড়ে ধর্ম আছে  
ধর্মের মূল যে শিক্ষায় গাঁথা, মানুষ তা ভুলে গেছে
জাগতিক সকল ধর্মের কথা এক, কখনো বলে কি প্রচারক
না বুঝেই ধার্মিক হবার চেষ্টা, ভাবনা গুলো সব আহাম্মক
নানা জনের নানা ব্যখ্যা, তবুও হয়েছে কি তা মানুষ বাদে
প্রচারকের গল্পে মজে, শিক্ষা ভুলে জড়িয়ে পড়ি বাদ বিবাদে
জন্ম সুত্রেই যদি হত জ্ঞানী, শিক্ষা সাধনার ছিল কি দরকার
সকল কর্মে শিক্ষাই ভিত, ভুলে যাই ভিত ছাড়া সবই বেকার।


মহাকাব্যে, ধর্মশাস্ত্রে প্রমাণ মেলে সাধনার, কেহ জন্মেই হয়নি গুরু
সাধনা বা শিক্ষা নয় আলাদা, দুই ভাবেতেই হয় পথের শুরু
হয়ত কেহ পেটের দায়ে, না জেনেই ধর্ম-শাস্ত্রের মূল শিক্ষা
রোজগারের  লক্ষ্যেই, বিলিয়ে বেড়ান উপদেশের ভুল ব্যখ্যা
কেহ আবার রাজনীতিতে করে মিশেল, চালান করে সমাজে
ব্যাক্তি বা দলের সাফল্য ঘরে তুলতেই বিষ ঢালেন কিছু মগজে  
জ্ঞানহীনের কভু লক্ষ্য নয় সুস্থ ভাবে বাঁচুক মানুষ সহমর্মিতায়
সব ধর্ম এ কথাই বলে, মানুষ বাঁচুক, ধর্ম নিয়ে মানবিকতায়।  


সোনারপুর
২৮/৭/২০২১