হারানো দিনের খোঁজে মন একা পথ হাঁটে
ক্লান্ত দিনের শেষে কাউকে সে খুঁজে পেল না
শুকনো পাতার সাথে স্মৃতিরা সামনে এলো
উঁকি দিল বারে বারে, তবু ধরা দিল না।  


নীরবে দাঁড়িয়ে বিম্বিত মুকুরে দীর্ঘ তালের সারি  
সময়ের ভারে বৃদ্ধ বটে রঙের জলুস আর নেই
অচেনা গুল্মে ঢেকেছে অশ্বত্থ জীবন গায় বেসু্রেই  
হয়ত বিদায়ের ডাকে কান পেতে আছে নেই দেরী।


পাইনা খুঁজে ঘোড়া ছুটের মাঠ, দেখি শুধুই অট্টালিকা
শাপলা দীঘির সেই কালো জলে, নেই রঙিন কাঁচপোকা
শানের ঘাটে পা ডোবালে আসেনা আর পুঁঠির ঝাঁক  
নিরালা দুপুরে শুনতে পাইনা কানে, ক্লান্ত ঘুঘুর ডাক  
চড়ুইয়ের দল কোথায় গেল মন যে কেবলি খোঁজে  
বদলানো ছবিতে রঙের মেলা, তবুও তাতে মন বসে না।  


সোনারপুর
৬/১০/২০২১



বিঃ দ্রঃ - বেশ কয়েকদিন বিরতির পর আবার ফিরলাম আসরে সকল বন্ধুদের পাশে।
            আশাকরি সব্বাই ভালো আছেন। জীবনের নানা জটিলতা বিচ্ছিন্ন করে দেয়
            ভালো লাগার ক্ষেত্র থেকে। সকল বন্ধুকে শারদ শুভেচ্ছা জানাই।