সকাল গড়িয়ে দুপুর হোক অথবা সন্ধ্যা বেলা
মামলা একটাই, দৃষ্টি ঘোরাও, প্রতিশোধের খেলা    
গণ-রাজত্যের ভাঁড়ারে অফুরান রসদ, নেই ঝামেলা  
সুঁচে সুতো পরাতে বিশেষজ্ঞ দলের নিয়োগ মেলা।  


কিসের জন্য, কেন, অবান্তর প্রশ্ন করে কারা
মিত্র যখন শত্রু হয়, চলতে থাকে এমন ধারা  
মানের প্রশ্নে আপস ! হলেও ব্যায় লাগাম ছাড়া
ন্যায় অন্যায় পরের ব্যাপার, ঝুলিয়ে রাখো খাঁড়া।  


পক্ষে বিপক্ষে রণ সজ্জায় কোথাও নেই খামতি  
উভয় পক্ষই বলে অন্যায়ের প্রমাণ আছে বস্তা ভর্তি  
ধারা উপ-ধারায় বাধে গোল, টিকা টিপ্পনীর চলে কুস্তি      
গৌরি সেনের করের ধন, নিশ্চিন্তে হয় গঙ্গা প্রাপ্তি।  


পাতিল বদলে বাসমতী হয়, জলা জমির মোটা ধান
বেচা কেনায় নেই খামতি, ল্যাজেই নাকি আসল মান
ঝাঁকের কই ফিরলে ঝাঁকে, দোষ কাটাতে প্রকৃতির দান
চোরা স্রোতের ঘূর্ণিপাকে শামুক গুগলির গেলেও জান।  
  
সোনারপুর
২০/০৬/২০২১