ভেব না মন অকারনে,  ভেব না দিবানিশি
ছাড়তে হবে খাঁচাখানা, বাজলে পারের বাঁশি
সময় দেখে  সলতে পাকাও, রেখ না কাজ ফেলে
কেউ দেবেনা ভরসা তোমায়,  যাবার সময় হলে  ।।


এই সলতের দামি তুলো, করোনা মন টানাটানি
মাপের জিনিষ কম হবেনা, যতই কর কানাকানি
আপন পর সবাই সমান ,  চোখ বেঁধে সে নিক্তি ধরে
যোগ বিয়োগের ঘুচিয়ে দ্বন্দ্ব , ভালোবেসে আপন করে।।


যতই ভাব, যতই কাঁদ,  কোন ওজর কাজ করেনা
রাত-বিরেতে ডরায় না সে, সকালে সে হয়না খুশি
রাজার রাজা সে বাঁশিওয়ালা, দিন কাটে তার ফুঁকে বাঁশি
দুখ্য- সুখে  নির্বিকার সে,  শুনেও অনেক গুণপনা ।।



২২.০৫.২০১৭
সোনারপুর