নিভৃত অরণ্যচারী শাকাহারি কিমবা মাংসাশী, আপন ধর্মেই বিশ্বাসী
প্রকৃতিদত্ত শৃঙ্খলায় দিন গুজরান চায় না প্রয়োজনের বেশী
স্বজাতিতে নেই তেমন বিরোধ মিলেমিশে কাটায় দিবানিশি
সতর্ক করে বি-জাতীয়কেও, বিপদে যূথবদ্ধ যাপন, নয় বিনাশী।


নেই হিংসার জ্বলন, হুংকার নেই আমির, প্রয়োজন মিটলেই সন্তুষ্ট  
অপ্রয়োজনে অন্য কারো ক্ষতি সাধনে কখনোই করেনা কিছু নষ্ট  
পেট ভরে গেলে নিশ্চিন্তে বিশ্রাম, নিরুপদ্রব ছায়া পেলেই তুষ্ট
বংশ বৃদ্ধিতে প্রকৃতির বেঁধে দেওয়া নিয়মের অনুগত, নয় ভ্রষ্ট ।


একই অর্ণবে লক্ষ প্রজাতির সহবস্থান, তবুও নেই অযথা সংঘর্ষ
বিস্তীর্ণ সবুজে; রুক্ষ প্রান্তরে; পর্বতে বা নীল গভীরতায় সব্বাই সহর্ষ  
হিংসায় দীর্ণ করে না আকাশ মাটি জল, অকৃপণ প্রকৃতির দানেই বিশ্বাসী  
দিবা বা রাত্র অবসানে সহর্ষ সংকেতে জানায় ভালোআছি আমরা, বনবাসী।    


সোনারপুর
০৫/০৪/২২