সহনশীলতার মাত্রা ক্রমশ নিম্নমুখী, ভাবনারা জট পাকায়
সমস্ত কর্মজাল সময়ের জালে বন্দী, অদ্ভুত নীরবতায়
গভীর বিষাদের ছায়া প্রতিটি চোখে, নিঃশ্বাসে অবিশ্বাস
অট্টালিকা থেকে গ্রাম্য কুঁড়ে, কোথাও নেই জীবনের আশ্বাস
নতুন খবরে আগ্রহ নেই, অনাহার আর মৃত্যুর যোগফল  
প্রিয় বই; সখ; টানে না, চেনা পৃথিবীটা ক্রমশই নিশ্চল
ক্লান্ত মন ক্ষয়ে যায় ভিতরে ভিতরে; অস্ফুট অস্থির যন্ত্রনায়
অর্থ, সম্পদ, শ্রম লাগবে কোন কাজে ! মন ভেবে না পায় ।

সোনারপুর
১১.০৫.২০২০