প্রবীণ


চিত্রগুপ্ত, দেখেছ কি খেরোর খাতা, দিনে কত জন আসছে
ট্যাক্স ছাড়ের খুড়োর কলে পাকা মাথায় কি কি মতলব ভাঁজছে  
নূতন ব্যামো পেলে কিছু ! জলদি ভেজ, সংখ্যা যেন বাড়েনা,  
মাথায় রেখ গদির কথা, এটি না হলে, কোন বুদ্ধিই খাটবেনা।


কর্পোরেট


বিত্তগুপ্ত, ভালো করে দেখে বলো, ছাড় আর একটু বেশী হয়না !
গরুর মুখে দুধ, যত্ন আত্তির কম হলে ফান্ডে টাকা আসবেনা
আম যাবে ছালাও যাবে এমন কম্ম ! কস্মিন কালেও না না
যা খুশী বলুক লোকে, গনতন্ত্রের অধিকার ভুলে গেলে চলবে না।


গরীব


আছে, থাকবে, নীল গ্রহ না থামলে এদের স্টপেজ আসবেনা
যন্তর ভর্তি প্রজেক্ট দেখাও, মিডিয়া ডাকো, কাঁচা কাজ করোনা
বিরোধীরা বেশী চেঁচালে, মুখে দাও নুনের ছিটে, মৌন মতে
রোগ পালাবে দেশ ছেড়ে, চাকা ঘুরবে, এতেই হবে কেল্লা ফতে।


সোনারপুর
৩১.০১.২০১৮