চোখের কোণে হাসির রেখা হাসছে দ্যাখো গিনিপিগের ছা
বলছে ওরা ঠোঁট নাড়িয়ে খাঁচায় বসে,  একটু গুঁতো খা
জন্ম থেকে দাদাগিরি ছুতোয় নাতায় দিয়েছিস আবিস্কারের ঘা
পট পটাপট তুলছিস পটল আরো বছর দুয়েক পেটটা ভরে খা
যেমন খুশী অঙ্ক কষে বিষ ঢেলেছিস দিন দুপুরে খাঁচায় পুরে
দ্যাখ না এখন কেমন লাগে পাংশু মুখে জড়সড় বদ্ধ ঘরে
সাজের বাহার গোঁপের বাহার সব ঢেকেছে জম্পেস এক মুখোশ  
কানের গোড়া রক্ত বর্ণ মুখে দড়ির দাগ, করছিস কেন আপসোস !    


সোনারপুর
১৪/০১/২২