হে মহান; সকল দুঃখ; হতাশা ; বিনাশের কারিগর
ছায়া সুনিবিড় শান্তির মহীরুহ; প্রাণের আত্মীয় তুমি, সুন্দর  
এ ঘোর দুর্দিনে তোমাকেই শুধু খুঁজি;  দেখিনা কোন বন্দর  
দিকে দিকে আজ অশরীরী ছায়া; চুরি যায় মুক্তির অঙ্গন
চুরি যায় স্নিগ্ধ প্রভাতের মিঠে বাতাস, নব তপনের কিরণ
উপেক্ষায়; অপমানে; বাকরুদ্ধ মানুষ লুকায় ভয়ানক ত্রাসে
দেখেনা সন্ধ্যা তারা; রুপোলি আলোয় বিম্বিত শশী, আকাশে
ভুবন জুড়ে কান্নার রোল;  হিংসার আগুনে পোড়ে বিশ্বাস
মৌনী আজিকে সবুজ অরণ্য, চারিদিকে শুধু বিষ নিঃশ্বাস
কেহনাই হেথা; এ ধুসর ধরায়, যে দিতেপারে প্রাণের আশ্বাস    
হে মহাপ্রাণ; তোমাকেই খুঁজছে মানুষ, তোমাকে ভীষণ প্রয়োজন
অগণিত প্রাণ বহিছে অভিশাপ; দাও ছায়া, থামাও মানুষের ক্রন্দন
হে বিশ্বজয়ী; ধরার কৃতী সন্তান; বারেক আসিয়া দাঁড়াও সম্মুখে
দুর করেদাও শতাব্দীর শত অন্যায়, কলম তোমার জাগুক বহ্নিরূপে।


২৫শে বৈশাখ ১৪২৬      
সোনারপুর