তোমায় দেখব বলেই ছুটে আসি বারবার
সবুজ আঁচলে বাঁধা অচেনারে ছুঁতে একবার
জুড়াতে দহন খুঁজি শান্তির ছায়া তোমার বুকে
যেথা জটলা করে প্রজাপতির দল মহা সুখে
টলটলে নদীর বুকে গোধূলির রঙ জাগে হেসে
সঘন সারি বাঁধা সবুজ দূরে দিগন্তে মেশে  
আকাশ প্রদীপ জ্বালে সন্ধ্যা তারায়; দিন শেষে  
খুঁজি শান্তির প্রলেপ তোমার আঁচলে অনিবার।


তোমার স্পর্শ পেতে লাগামহীন, ছুটে আসি বারবার
হারিয়ে যাই তোমাতে; জড়িয়ে থাকা সজল মেঘদলে
আঁকাবাঁকা পথে সবুজের সাথে হাসি; আপন খেয়ালে
অচেনার বাঁকে বাঁকে বিস্ময়; নবযৌবন জাগে প্রাণে  
মখমলি কলির ঢলঢল প্রেমে; জাগে সুর মনেমনে  
আনমনে চলার ক্ষণে; সহসা খলখল হাসির দোলা
ফিরে দেখি যুবতী উর্বশী, লুকিয়ে করছে খেলা
বেলা শেষহয়ে আসে, কুয়াশা চাদরে ঢাকে চরাচর
প্রবাসী এ মন চায় বুকভরা শ্বাসের নির্মল আধার
মন পড়ে রয়, তবুও ফিরতে হয়; সঙ্গছেড়ে তোমার।


সোনারপুর
০২.০৮.২০১৯