চুক্তি করছে হাফ-নাঙ্গা বাজে লোক, ভাবলে ও বমি পায়
ভাইসরয়ের প্রাসাদে মিডল টেম্পল পাশ ব্যারিস্টার যায় !
ঐ বাজে লোকটাই নষ্টের গোড়া, মেরে ফেললেই ঠিক হয়
উক্তিটা ক্ষমতার শীর্ষে থাকা সাহেবের, মন্ত্রি গোষ্ঠীর সভায়
স্বার্থ সিদ্ধির হাজার কেচ্ছা ইতিহাসের হলুদ হওয়া পাতায়
কখনো ভাসে কখনো ডোবে; স্মৃতিতে নয়, রাজনীতির আঙিনায়
ফাঁসির দড়ি অথবা নারকীয় অত্যাচার, কি মূল্য ছিল তায়
মানুষের বিশ্বাস হয়েছে চুরি; বিষের জ্বালায় জীবন বিষাদময়।


দ্বিচারিতা কারো জন্মগত, কেহ বা চাতুরীর খেলায় সিদ্ধ হস্ত
সহজ সরল মানুষগুলো সঁপে মন প্রাণ হয়েছিল বড় ভক্ত
অনশন অসহযোগ সবটাই ছিল নাটক ! শত্রু সম্পত্তির পাহারাদার
দেশের মানুষের চোখে ধুলো দিয়ে, শত্রুর সাহায্যে দিলদার !
হায়রে সমাজ আজো চলেছ বয়ে অভিশাপের দিন রাত্রি
খুশীর ঠিকানা কয়েকটা পরিবারে জমা, বাকি সব অসহায় যাত্রী।    


সোনারপুর
৩/২/২০২১