কেশ গেলেও রসাতলে, উকুন থাকে মহাসুখে
মাথায় থেকে ঘোরায় ছড়ি; কাব্য ভাঁজে কেশের দুঃখে
ফন্দি আঁটে চলা ফেরায়,  মাথায় থাকার সুযোগ নিয়ে
কায়েম করে স্বজন পোষণ সকল নীতির কবর দিয়ে।


রক্ত চুষে বহর বাড়ায়; কেশ করলেও হাহাকার
এক নীতিতেই বিশ্বাস তার  শেকড়  শুদ্ধ কর উজাড়
রক্তের স্বাদ কতটা মধুর;  ভুলতে বসেছে জানোয়ার
সভ্য কুলেই চাহিদা বেশী, রাজার নীতিই যোগানদার।      


সোনারপুর
১৪/১০/২০২০