কোথায় পেলে যুক্তি গুলো ! ডেকে হেঁকে করছ বড়াই
আজগুবি সব যুক্তির জালে মানুষে মানুষে করছ লড়াই
কিসে উঁচু কিসে নিচু ! কোন বোধেতে করছ মাড়াই
মাটির হৃদয় চুর্ণ করে আহার যোগায়, নয় সে ভাই !  


সত্যি করে বলত দেখি, রোদ জলের কোনটা পার সইতে
তপ্ত লোহায় হাতুড়ির ঘা, পারবে কি ভাই মারতে
প্রতি দিনের পুষ্টি ছাড়া পারবে কি সুস্থ শরীর গড়তে
প্রশ্ন কর নিজের কাছে, কাকে প্রয়োজন জীবন সচল রাখতে।


সংখ্যা তত্ত্বের হিসেব মতে কোন দিকেতে পাল্লা ভারী
কারা ঘোরায় কলের চাকা, টেনে যায় শ্রমের গাড়ি
রোদে পোড়া মানুষ গুলো কাদের আপন ! সহজ কথা বুঝতে    
এদের সাহায্য না নিয়ে ভাই, বলত পারবে কদিন বাঁচতে !  


জ্ঞান ছাড়া কর্ম, আসলে তা ছিবড়ে, সবটাই তার অযৌক্তিক  
প্রথার নামে দোষ খন্ডন ! কেমন গুণী সেই বে-রসিক।  

সোনারপুর
৩০/১২/২০২০