নিঃশ্বাস থামিয়ে চোখ বুজিয়ে করেছ কি অনুভব
শুনতে পাও কি ইহলোক বা পরলোকের কলরব
সত্য কে অস্বীকার করলেও সত্য হারায় না
শ্বাস থাকলে চেনা, নয়ত কেউ চেনে না।


সৃষ্টির বাঁধা গতে পথে, কেবল আসা যাওয়া
নির্দিষ্ট পরিধিতে নড়াচড়া, ভাবে মোহে মুগ্ধ হওয়া
নদীর স্রোতের মতই বয়ে চলা, ঠিকানা অজানা
কোন ভাবেই চিরন্তন পথ আলাদা হয় না।  


পথে ও মতে যে ভাবনাই থাক গন্তব্য অচেনা
জীবন ও জড় আলাদা হলেও, শেষে এক ভাবনা
সুখ অসুখ ছড়িয়ে থাকে সব, কিছুই নিজের না
উপলব্ধির গভীরের চিত্র, কেউ কাউকে চেনে না।  


সোনারপুর
২০/০৩/২১