ভালোথেকো সবাই মিলে হাসি খুশি নিয়ে
দুঃখকে সরিয়ে রেখো হাসির পরশ দিয়ে
একলা বোঝা যায় নাগো সুখ, সত্যি ভালোথাকা  
বিলালেই বাড়ে সুখ, নয়গো কেবল কথার কথা
না থাকলে সমাজ জীবন হতো মানুষ বড় একা  
বন্যপ্রাণ ও থাকে দলে  নিজের মত করে
বিভেদের বন্য নেশায় কেউ থাকে না দূরে  
কারো বাসা ভাঙেনা কেউ কেবল হিংসার রোষে
দিনের শেষে সবাই মাতে গল্পগাছায় ভালোবেসে
কারো খাবার কেউ কাড়ে না, সবাই মিলে খায়
খাবারের নাগাল পেলে অন্যদের ও খবর দিয়ে যায়  
বিপদ হলে কারো কোথাও ঝাঁপিয়ে পড়ে সবাই  
ঘাড় বেঁকিয়ে দেখে না কেউ, নেই অজুহাতের বালাই  
হলেও ওরা ক্ষুদ্র প্রাণ, বাঁচতে জানে ধারধারে না হিংসার
অমরত্ব নেই কারো, তবে কীসের প্রয়োজনে এত দুরাচার !  


সোনারপুর
১৮/০৩/২০২০