যারে তুমি রেখেছিলে যতন ভরে মনের দেউলে  
সুখী হতে ভেসেছিলে প্রেমের দোলায়; সকল ভুলে
হিয়ার মাঝে দিনে রাতে গেঁথেছিলে পারিজাতের মালা
দমকা হাওয়ায় ছিন্ন হল; তোমার শূন্য বরণডালা
ওগো পথিক সেই ব্যথা কি বাজে বুকের তলে  
আলোর রেখা উঠলে ফুটে কালো মেঘের দলে ।


মনের মাঝে হাজার কথার দোল; বাড়ায় শুধু জ্বালা      
পথ হারানো পথের মাঝেই কাটাও সারা বেলা
খোঁজ কারে শেষ বাসরে ভালোবাসার মরু চরে
গোপন ব্যথার ধূসর বনে আসা যাওয়ার পথের ধারে    
সময়ের ছেঁড়া পাতায় আজো কি বেড়াও খুঁজে ভুল
এড়িয়ে যাওয়া কথা গুলো যখন ভাঙল মনের দেউল।      


সোনারপুর
১০.০৭.২০১৯