আমফান না উম্ফুন নামে তার কী যায় আসে  
সামান্য সময়ে দেখিয়েছে কেউ বড় নয় তার পাশে  
মন ভোলানো মহীরুহ, ছোট্ট মাঝারি অজস্র সবুজের সারি
কারো দশা স্বমুলে ভূপতিত, কারো খন্ডিত শীর্ষ; শাখা আকাশচারী  
বড় ছোট কেঁপেছে সবাই, শঙ্কা উদ্বিগ্ন মুখে নিজ ভরসার স্থানে
একটাই মিল, সাধু শয়তান এক যোগে জপেছে ইষ্ট মনে মনে।


বিজ্ঞান নিরুপায় সব জেনেও, সমস্ত আশঙ্কাকে মর্যাদা দিয়ে সে এলো
দরিদ্রের ছোট্ট কুঁড়ে থেকে ধনীর প্রাসাদে তার আগমন জানিয়ে দিলো
চলার পথে প্রবল রোষে দুমড়ে মুচড়ে ভরসার কঙ্কাল রেখে বিদায় নিল
যেন অহংকারি সভ্যতাকে ক্রুদ্ধ দাপটে আবারো সাবধান হতে বলে গেল
বুঝিয়ে দিল সে করে না রেয়াত বেহিসাবি চাহিদার, মানে না কোন ধর্ম  
এক অস্ত্রেই টালমাটাল বেসামাল জীবন, আভাসে সুস্থ সহবস্থানের মর্ম।  


সে চলে গেল, বহু ক্ষত চিহ্নের দগদগে যাপনে রেখে অবিরাম দীর্ঘশ্বাস  
চুলচেরা বিশ্লেষণের তর্জায় ব্যাস্ত সবাই, মেলে না কোথাও ভরসার আশ্বাস।  


সোনারপুর
২৬.০৫.২০২০