তত্ত্ব না তথ্য, ভীষণ এক জটিল বিষয়
চিকিৎসা বিজ্ঞান সাধারনের পক্ষে জানা দুরহ হয়
নতুন শত্রু সর্বনাশা বিভীশিখা ছড়িয়েছে দাপটে বিশ্বময়
একটিও মৃত দেহের হয়নি সুরতহাল সংক্রমণের ভয়ে  
ডাক্তার বিজ্ঞানীর দল ভরসা রেখেছেন হুর তথ্যে, আশু জয়ে
সাহসী এক ডাক্তার করলেন মৃতের সুরতহাল শত্রুর খোঁজে
অবাক হলেন, ধমনীর অবস্থা দেখে, সবই মাসলে মিশে গেছে
জমাট বেঁধে আছে রক্ত শরীর জুড়ে আসা যাওয়ার পথ না পেয়ে
গবেষণাগারে দেখলেন ভাইরাস নয় ! ব্যাক্টেরিয়া ধমনী নিয়েছে খেয়ে
হয়ত এখন নতুন ভাবনায় হবে আরো পরীক্ষা, আসবে তথ্য নতুন
একটাই আশা সাব্বাই করি যে করেই হোক, শত্রু হোক নিধন।


সোনারপুর
২৭.০৫.২০২০


বিশেষ দ্রস্টব্য ঃ
বিদেশ থেকে পাওয়া একটি তথ্যের ভিত্তিতে এই রচনা। জানি না সঠিক কি না। তবুও সাধারণ ভাবে বুঝি অস্বাভাবিক মৃত দেহের সুরতহাল ( অটোপ্সি) হয়ে থাকে। কিন্তু
করোনায় মৃত লক্ষাধিক মানুষের এক জনের ক্ষেত্রেও তা হয় নি। এখন পর্যন্ত হুর           ( WHO)নির্দেশনামা অনুযায়ী চিকিৎসা হচ্ছে। এই ডাক্তার বাবুই ব্যাতিক্রমী কাজটি করেছেন এবং দেখেছেন সারা শরীরে ধমনী ডাইলেটেড এবং রক্ত জমাট বেঁধে আছে। গবেষণাগারে দেখলেন এর কারণ এক মারণ ব্যাক্টেরিয়া। হয়ত এই পথেই মিলতে পারে
সঠিক দিশা।